ফেনীতে রিক থেকে নেয়া ঋনের সাফল্যের গল্প

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব জনাব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ। ২৪ ডিসেম্বর ২০২৩ তারিখে ফেনী জেলায় পিকেএসএফ কর্তৃক বাস্তবায়নাধীন মাঠ পর্যায়ের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনকালে দারিদ্র্য বিমোচনে পিকেএসএফ-এর কাজের ভূয়সী প্রশংসা করেন । 


পরিদর্শনকালে জনাব সলীম উল্লাহ ‘রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অফ ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (RAISE)’ প্রকল্পভুক্ত তরুণ ক্ষুদ্র উদ্যোক্তা, কোভিড-১৯-এ ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র উদ্যোক্তা, শিক্ষানবিশ, ও মাস্টার ক্রাফটসপার্সন এবং MFCE প্রকল্পভুক্ত ক্ষুদ্র উদ্যোক্তাদের সাথে সভায় মতবিনিময় করেন। এ সময় তিনি উদ্যোক্তা ও শিক্ষানবিশদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাওয়ার আহ্বান জানান। নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে RAISE প্রকল্পে অন্তর্ভুক্তির মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নের প্রচেষ্টাকে সাধুবাদ জানান তিনি। এছাড়াও, ওস্তাদ-শাগরেদ পদ্ধতিতে কারিগরি দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তরুণদের উপযুক্ত মজুরিতে কর্মসংস্থানে যুক্ত করার প্রক্রিয়াকে অব্যাহত রাখার নির্দেশনা প্রদান করেন। 


তিনি প্রকল্পের শিক্ষানবিশি কার্যক্রমের আওতায় মোবাইল ফোন সার্ভিসিং এবং গ্রাফিক ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া ট্রেডে প্রশিক্ষণ সম্পন্নকারী তরুণদের সাথে কথা বলেন। পরিদর্শনকালে তিনি Microenterprise Financing and Credit Enhancement Project (MFCE Project)-এর আওতায় হাঁস-মুরগির খামার ঘুরে দেখেন। উল্লেখ্য, সহযোগী সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক), সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা এবং ইয়ং পাওয়ার ইন স্যোশাল এ্যাকশন (ইপসা) উপরোক্ত কার্যক্রমগুলি বাস্তবায়ন করছে। 
পরিদর্শনকালে তাঁর সাথে ছিলেন জনাব গোলাম মোঃ বাতেন (উপসচিব) উপ-পরিচালক, স্থানীয় সরকার, ফেনী, জনাব দিলীপ কুমার চক্রবর্তী, মহাব্যবস্থাপক (কার্যক্রম) ও প্রকল্প সমন্বয়কারী, RAISE, ড. মেসবাহউদ্দিন আহমেদ, সহকারী মহাব্যবস্থাপক ও প্রকল্প সমন্বয়কারী, MFCE, জনাব মোঃ সাইফুল ইসলাম, নির্বাহী পরিচালক, সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা এবং RAISE প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট-এর কর্মকর্তাবৃন্দ। 
ছোটো উদ্যোগে মানব সক্ষমতার বিকাশের লক্ষ্যে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে RAISE প্রকল্প ফেব্রুয়ারি ২০২২-এ যাত্রা শুরু করে। প্রকল্পটি ৭০টি সহযোগী সংস্থার মাধ্যমে দেশের ৬৪টি জেলার ৩৩৩টি উপজেলার শহর ও শহরতলি এলাকায় বাস্তবায়ন করা হচ্ছে। পাঁচ বছর মেয়াদি এ প্রকল্পের আওতায় ১ লক্ষ ৭৫ হাজার তরুণ ও ছোটো উদ্যোক্তার সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন করা হচ্ছে। উল্লেখ্য, তরুণদের শোভন ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থানে যুক্ত হওয়ার সুযোগ সৃষ্টি ও উদ্যোগ উন্নয়নের মাধ্যমে RAISE প্রকল্প সরকারের প্রেক্ষিত পরিকল্পনা ২০২১-২০৪১ ও টেকসই উন্নয়ন অভীষ্ট (SDG) অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Latest
Popular