শেখ রাসেল দিবস ২০২৩

১৮ অক্টোবর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৬০ তম জন্মদিন। ১৯৬৪ সালের এই দিনটিতে তিনি জন্মগ্রহণ করেন। ২০২১ সাল থেকে দিনটি “শেখ রাসেল দিবস” হিসেবে যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হয়ে আসছে। “শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়” প্রতিপাদ্য বিষয় নিয়ে এবছরও দিবসটি পালন করা হচ্ছে।
রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) প্রতিবছরের মত এবছরও কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের ৫৫ টি জেলার প্রতিটি কর্মএলাকায় দিবসটি পালন করেছে। দিবসের কর্মসূচীর মধ্যে রয়েছে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা ও দোয়া মাহফিল, দু:স্থদের মাঝে খাবার বিতরণ, শিশু-কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা। রিক এ সংক্রান্ত সংবাদসমূহ গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ ও প্রচারনা করার উদ্যোগ নেয়। 
কেন্দ্রীয় কার্যালয়ের কর্মসূচীতে উপস্থিত ছিলেন সংস্থার নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, নির্বাহী পরিচালক জনাব আবুল হাসিব খান, পরিচালক জনাব আফরোজা লায়লা, উপ পরিচালক জনাব আবু রিয়াদ খান এবং উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ সংস্থার সকল পর্যায়ের কর্মীবৃন্দ।

Latest
Popular